Wednesday 12 February 2014

বাইপাস করুন আন্ড্রয়েড ফোনের প্যাটার্ন লক

সালাম,সবাইকে সাগত্বম আমার প্রথম পোস্টে
আজকের পোস্টে আমি আলোচনা করবো কিভাবে আন্ড্রয়েড ফোনের প্যাটার্ন লক কিভাবে বাইপাস করা যায় কোনো প্রকার পাসওয়ারড ছাডা
প্যাটার্ন সম্পরকে হয়ত আপনার সবাই জানেন যারা জানেন নাহ তারা গুগল করে দেখতে পারেন।
যায় হোক তাহলে শুরু করা যাক।
প্রথমেই আপনার ফোন পিসির সাথে কানেক্ট করুন ইউএসবি ক্যাবলের মাধ্যমে।
আবার আপনার দরকার হবে একটি লিনাক্স ডিস্ট্রো...
এখন আপনি আপনার লিনাক্স অপেরেটিং সিস্টেমে গিয়ে টারমিনাল চালু করুন,
আবার আপনার ইন্সটল করতে হবে ADB ,
ADB ইন্সটল করতে এই কমান্ড টি টারমিনালে লেখুনঃapt-get install android-tools-adb
এখন হলো আসল কাজের সময়,আবার আপনার কাজ হবে প্যাটার্ন  ডিসাবল করা বা আনলক করা তা করার জন্যে এই কামান্ড গুলো ক্রমান্নয়ে টারমিনালে লেখুন
adb devices
adb shell
cd data/system
su
rm *.key

আবার আপনার ফোন রিবোট করুন,তাহলেই দেখবেন প্যাটার্ন  রিমোভ হয়ে গিয়েছে,যদি রিমোভ না হয়ে থাকে তাহলে র‌্যান্ডম ভাবে কয়েকটি প্যাটার্ন  ড্র
করুন নিজে নিজেই খুলে যাবে আপনার আন্ড্রয়েড ডিভাইস।



No comments:

Post a Comment